প্রচ্ছদ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে সিআইডি পরিচয়ে তুলে নিলেন স্বামী

০৮ আগস্ট ২০১৭, ১৮:২৩

নিজস্ব প্রতিবেদক

 

বরিশাল শহরের চরেরবাড়ির এলাকা থেকে মেহেদী হাসান দীপ নামে এক কলেজছাত্রকে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মেহেদী হাসান দীপ বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদের আব্দুর রব সিকদারের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নির্যাতন ও আটক হলেন সাবেক কমিশনার বজলুর রহমানের মেয়ের জামাই মাহাবুব ইসলাম নোমান।

মেডিকেলে চিকিৎসাধীন দীপ সাংবাদিকদের জানান, গত সোমবার (০৭ আগস্ট) সকালে শায়েস্তাবাদ থেকে চরেরবাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে যান। সেখান থেকে নোমান নিজেকে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে গিয়ে আমবাগান এলাকায় তার রেস্তোরাঁয় নিয়ে যায়।

পরে ওই ভবনের চার তলায় নিয়ে বেধড়ক নির্যাতন চালায়। তার হাতের আঙ্গুল কুপিয়ে জখম করা হয়। রাতে এক হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

তবে কী কারণে তাকে আটকে নির্যাতন চালানো হয়েছে তা দীপ বলতে পারেননি।

তবে দীপ নিখোঁজ থাকায় কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়। পুলিশ দীপের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারেন তিনি আমবাগান এলাকায় রয়েছেন।

এরপর পুলিশও দীপের সন্ধানে বের হয়। পুলিশের খোঁজাখুঁজির বিষয়টি টের পেয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

পরে দীপকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন, নোমানের সন্দেহ ছিল দীপের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে।

এ কারণে দীপকে আটকে শারীরিক নির্যাতন চালিয়েছেন নোমান। এ ঘটনায় নোমানের রেঁস্তোরার ৪ কর্মচারীকে আটক করা হয়েছিল।

কিন্তু ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় পরক্ষণে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় দীপের পরিবার থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু ঘটনার পর পলাতক রয়েছেন নোমান।

তাকে আটকের চেষ্টা চলছে।”

 

সর্বাধিক ক্লিক