প্রচ্ছদ

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ

১৭ আগস্ট ২০১৭, ১২:২০

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি হত্যা প্রচেষ্টার ২৫তম বার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জে সন্ত্রাস বিরোধী দিবসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। এছাড়াও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করেছে রহমতপুর ইউনিয়ন পরিষদ এবং রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার পার্টির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।

ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য বজলুর রহমান মাস্টার, জেলা সদস্য এনায়েত করিম ফারুক, ক্ষেতমজুর ইউনিয়নের উপজেলা সভাপতি কাজী শাহ আলম, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রাজা দিলীপ রায়, আনোয়ার হোসেন মাস্টার, বিপুল দাস, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, উপজেলা যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক হাসানুর রহমান পান্নু, কে.এম বজলুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রমৈত্রী সভাপতি রাকিবুল হক পলাশ, সম্পাদক মো. রুবেল কাজী প্রমুখ।

সমাবেশ শেষে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদের উদ্যোগে রাশেদ খান মেননের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে দুপুরে রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদারের সভাপতিত্বে পৃথক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এনায়েত করিম ফারুক, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আজিজুর রহমান খান, রিপন কুমার ঘরামী, শিক্ষার্থী সাদিয়া আফরিন মুনা প্রমুখ।

এসময় সেখানে তার দীর্ঘায়ু কামনায় এক মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৯২ সালের ১৭ আগস্ট ঢাকায় রাশেদ খান মেননকে গুলি করে হত্যার চেষ্টা চালায় আততায়ীরা। সেই থেকেই ওই সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং বিচারের দাবি জানিয়ে এই দিনটিকে সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে পালন করে আসছে ওয়ার্কার্স পার্টি।”

সর্বাধিক ক্লিক