বরিশালে ডিবি পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক
১৭ আগস্ট ২০১৭, ১২:২৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দারোগারহাটে জুয়ার আসরে হানা দিয়ে ১২ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় নগদ ১ লাখ, ১১ টি মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, তিনটি মাহেন্দ্রা গাড়ি ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (১৬ আগস্ট) গভীর রাত ৩টার দিকে এই আটক অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হুমায়ন কবির।
বরিশাল জেলা পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন বিহীন একটি আসর তৈরি করে সেখানে রাতের আধারে অংশ নিয়ে জুয়া তারা খেলছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে নগদ ১ লাখ, ১১ টি মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, তিনটি মাহেন্দ্রা গাড়ি ও জুয়া খেলার সরঞ্জাম।
এ বিষয়ে বিকেল তিনটায় বরিশাল পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে বিস্তারিত সাংবাদিকদের অবহিত করা হবে।”