প্রচ্ছদ

তালতলীতে যুবককে কুপিয়ে হত্যা

২৫ জুলাই ২০১৭, ১০:১৪

নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ ঝাড়াখালী গ্রামে জমির বিরোধের জের ধরে আবুল বাশার (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে ১১টায় বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ঝাড়াখালী গ্রামের আবুল বাশারের ১৭ একর জমি বড় ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছালাম হাওলাদার জোরপূর্বক ভোগ দখল করছে। এ জমির বিরোধ নিয়ে স্থানীয়ভাবে বহুবার শালিস বৈঠক হয়েছে।

রোববার সকাল নয়টার দিকে আবুল বাশার বড় ভাইজোড়া গ্রামের তাসলিমা বেগমের বাড়ীতে ক্রয় করা গরু আনতে যায়। খবর পেয়ে ছালাম হাওলাদার তার লোকজন নিয়ে তাসলিমার বাড়ী ঘেরাও করে। আবুল বাশার তাদের দেখে তাসলিমার ঘরে আশ্রয় নেয়।

পরে সন্ত্রাসীরা ঘর ভেঙ্গে আবুল বাশারকে ধরে তাসলিমার বাড়ীর পশ্চিম পাশে কালভার্টের কাছে নিয়ে যায়। পরে ছালাম হাওলাদার, তার ভাই জামাল, কামাল ও আল আমিনসহ ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথা, ডান হাত, বাম পা ভেঙ্গে দেয় এবং ডান পায়ের পাতা ও হাঁটু কুপিয়ে জখম করে পানিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আমতলী হাসপাতালে আনে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ প্রেরণ করেন। মঙ্গলবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পুলিশ ছালাম হাওলাদারের চাচাতো ভাই সোহরাফ হাওলাদার ও ভাইয়ের জামাতা এমদাদুলকে আটক করেছে।

তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সোহরাফ হাওলাদার ও এমদাদুল নামের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক ক্লিক