ঈদের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
২৫ জুন ২০১৭, ০৯:৪৮

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মুসলমানদের উষ্ণ অভিবাদন জানিয়েছেন। ২৪ জুন শনিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমার স্ত্রী মেলেনিয়া এবং আমার নিজের পক্ষ থেকে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি তাঁর বার্তায় বলেন, ‘ঈদের আনন্দ–উৎসব আমাদের ক্ষমা, ধৈর্য ও শুভকামনার বার্তাকেই স্মরণ করিয়ে দেয়।’ তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে আমেরিকার জনগণও এ বার্তার প্রতি প্রতিশ্রুতিশীল।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম রমজানে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো ইফতার পার্টি থেকে এবার বিরত থাকে। কোনো কারণ ছাড়াই এ বছর কোনো ইফতার পার্টি করা হয়নি। এ ধরনের পার্টিতে আমেরিকার মুসলমান নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
ক্ষমতায় আসার পর একাধিক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলমান দেশ থেকে আমেরিকা ভ্রমণ নিয়ন্ত্রণ করার প্রয়াস চালান। এ নিয়ে মুসলমানদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে আছে বলে মনে করা হয়