Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

শুক্রবার, ০৩ জুন ২০১৬ ০৯:০৬ ঘণ্টা

অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে উইন্ডোজ ফোন!

Share Button

অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে উইন্ডোজ ফোন!

অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে উইন্ডোজ সফটওয়্যার ঢোকানো যায়, তার পথ বের করেছে মাইক্রোসফট। বিষয়টি নিয়ে চীনের স্মার্টফোন নির্মাতা শিয়াওমির সঙ্গে বিশেষ চুক্তিও সেরে ফেলেছে মাইক্রোসফট। শিয়াওমির অ্যান্ড্রয়েডচালিত এমআই ৪ স্মার্টফোনে একটি কাস্টোমাইজড–সুবিধাযুক্ত রম (রিড অনলি মেমোরি) যুক্ত থাকছে। এতে অ্যান্ড্রয়েড মুছে দিয়ে উইন্ডোজ ১০ ইনস্টল করে নেওয়ার সুবিধা থাকবে।

মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের অভিমত জানতে শিয়াওমির ফোনে উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ ইনস্টল করার সুবিধা দেওয়া হচ্ছে। গত বুধবার প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে বলেছে, কাস্টমভিত্তিক রমের সাহায্যে উইন্ডোজ ফোনে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করা যাবে। এ রকম একটি উদহারণ হচ্ছে সাইনোজেনমড। এতে যন্ত্রের সঙ্গে থাকা বা বিল্ট ইন অ্যান্ড্রয়েডকে পরিবর্তন করে কাস্টোমাইজ অ্যান্ড্রয়েড রম ব্যবহার করা যায়।
মাইক্রোসফটের এক বিবৃতিতে বলা হয়েছে, শিয়াওমির সঙ্গে চুক্তির ফলে ব্যবহারকারীরা সরাসরি তাঁদের অভিমত মাইক্রোসফটকে জানাতে পারবেন। তবে এটি এখন কেবল চীনে চালু করা হয়েছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, শিয়াওমি মাইক্রোসফটের সঙ্গে আছে দেখে তারা রোমাঞ্চিত। অবশ্য এখন পর্যন্ত মাইক্রোসফটের এই উদ্যোগ শুধু চীন ও শিয়াওমির মধ্যে সীমাবদ্ধ। অন্য দেশে ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মাইক্রোসফট এই উদ্যোগ চালু করবে কি না, সে বিষয়ে এখনই মুখ খুলছেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মাইক্রোসফটের এক কর্মকর্তা বলছেন, এই মুহূর্তে তাঁদের শেয়ার করার মতো কিছু নেই।
তবে টেকক্রাঞ্চ বলছে, আরও যন্ত্রে কাস্টম উইন্ডোজ ১০ রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের।