বুধবার, ২২ জুন ২০১৬ ০৭:০৬ ঘণ্টা

নতুন তিন স্মার্টফোন

Share Button

নতুন তিন স্মার্টফোন

ম্যাক্সিমাস ব্র্যান্ডের তিনটি নতুন মডেলের স্মার্টফোন বাজারে এনেছে ইউনিয়ন গ্রুপ। অরা সিরিজের স্মার্টফোনগুলো হলো অরা ৭৭, অরা ৮৮ এবং অরা ৯৯। নতুন তিনটি স্মার্টফোন ই-কমার্স ওয়েবসাইট পিকাবু (www.pickaboo.com) এবং বাজারে পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ, দীর্ঘস্থায়ী ব্যাটারি আর মাত্র ৩০ মিনিটে চার্জে সারা দিন চলার সুবিধা আছে এতে। ম্যাক্সিমাস মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক স্মার্টফোনগুলো সম্পর্কে বলেন, বাংলাদেশের গ্রাহকেরা এমন স্মার্টফোন চান যা সাধ্যের মধ্যে এবং উদ্ভাবনের দিক দিয়ে শীর্ষস্থানীয়। প্রতিটি ডিভাইসেই এমন কিছু বৈশিষ্ট্য আছে, যা সেটগুলোকে করেছে অনন্য। অরা ৭৭-এর দাম ৬ হাজার ৯৯৯ টাকা, অরা ৮৮-এর ৭ হাজার ৩৯৯ টাকা এবং অরা ৯৯-এর দাম ৮ হাজার ৯৯৯ টাকা।