এ যেন শিব ঠাকুরের আপন দেশ! এখানে মোবাইল হাতে কোনও কিশোরী বা অবিবাহিতা মহিলাকে দেখলেই পেয়াদা ধরবে। এবং একুশশো টাকা দণ্ড দিতে হবে। আর যিনি এই খবরটি পেয়াদাকে দেবেন, তাঁর জন্যও থাকবে বকশিসের ব্যবস্থা। ২০০ টাকায় নগদ বিদায়। ভারতের গুজরাটের মেহসানা-র সূর্য নামের এক গ্রামে সম্প্রতি এমনই নিয়ম পাশ হয়েছে। সৌজন্যে গ্রামসভা।