Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ ০৯:০৬ ঘণ্টা

নবীগঞ্জে বিষাক্ত আম খেয়ে এক কিশোরের করুন মর্মান্তিক মৃত্যু

Share Button

নবীগঞ্জে বিষাক্ত আম খেয়ে এক কিশোরের করুন মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের নোয়াগাও গ্রামের আমান উদ্দিন (১৬)নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ফরমালিন যুক্ত আম খেয়ে মৃত্যু বরন করেছে বলে দাবী করছেন তার পরিবারের লোকজন। গতকাল রোববার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামের আজি উদ্দিনের ছেলে আমান (১৬) মারা যাওয়া আমানের দাদী ফুলবানু (৭০)জানান,শনিবার রাতে স্থানীয় বাজার থেকে আম কিনে আনে আমান(১৬) সে আম খাওয়ার পরপরই অসুস্থ্য হয়ে বমি করতে থাকে পরিবারের লোকজন ধারনা করছেন ফরমালিন যুক্ত আম খেয়ে তার করুন মৃত্যু হয়ে থাকতে পারে। গতকাল রোবার সকালে তাকে হবীগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করার পূর্বেই মারা যায় সে। খবর পেয়ে হবীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এস,আই সুমন হাজরা জানান, মারা যাওয়া আমান (১৬) কিশোরের লাশ ময়না তদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এ মৃত্যুর সঠিক কারন জানা যাচ্ছেনা।