Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ ১০:০৬ ঘণ্টা

ব্যবহারকারীদের হুমকি দিচ্ছে ফেসবুক!

Share Button

ব্যবহারকারীদের হুমকি দিচ্ছে ফেসবুক!

এবার ব্যবহারকারীদের ওপর জোর খাটাচ্ছে সোশাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। টেক জায়ান্ট চাইছে, সব ব্যবহারকারী তাদের ফটো-শেয়ারিং মোমেন্টস অ্যাপ ডাউনলোড করুক। শুধু তাই এ কাজটি করতে ফেসবুক তাদের ব্যবহারকারীদের সাবধাব বাণী পাঠানো শুরু করেছেন। তারা হুমকি দিচ্ছে, এই অ্যাপটি ডাউনলোড না করলে জুলাইয়ের ৭ তারিখের মধ্যে অনেক ছবি ডিলিট হয়ে যেতে পারে। ইউজার রিপোর্টস-এর বরাত দিয়ে এসব তথ্য জানায় টেকক্রাঞ্চ। মূলত এ প্রক্রিয়ার মাধ্যমে ফেসবুক ইউএস অ্যাপ স্টোরে মোমেন্টস-কে শীর্ষে নিয়ে যেতে চাইছে। এর কথা ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহারকারীদের নোটিফিকেশন দিচ্ছে। অন্যান্য বিস্তারিত তথ্য ফেসবুকের অ্যালবাম পেজ থেকে দেখে নেওয়া যাবে। অনেক ব্যবহারকারী ইমেইলও পাচ্ছেন। ২০১২ সালে আইওএস অপারেটিং সিস্টেমে ফেসবুক ঐচ্ছিক ফিচার হিসাবে ফটো-সিনসিং অ্যাপ চালু করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ফোনের ছবি ফেসবুকের অ্যালবামে কপি করতে পারতেন। এই ছবিগুলো যে অ্যালবামে স্থান পেত তার নাম ছিল ‘সিন্সড’। সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের নোটিশ পাঠাচ্ছে যে, আপনার কনভারসেশন মেসঞ্জারে পাঠানো হচ্ছে। এভাবে মেজেঞ্জারের দিকে পাঠানো হচ্ছে ব্যবহারকারীদের। এই নোটিশ সবাই এড়িয়ে গেলেও খুব শিগগিরই মেজেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে কোনো উপায়ে বাধ্য করবে ফেসবুক। সূত্র : এনডিটিভি –