Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

বৃহস্পতিবার, ০৯ জুন ২০১৬ ০৫:০৬ ঘণ্টা

উইন্ডোজে ১৯ বছরের পুরোনো ত্রুটি!

Share Button

উইন্ডোজে ১৯ বছরের পুরোনো ত্রুটি!

১৯ বছর ধরে মাইক্রোসফট একটা ত্রুটি ধরতে পারেনি! আসলে মাইক্রোসফটের জানাই ছিলো না যে তাদের অপারেটিং সিস্টেমে এমন একটি ত্রুটি আছে। সম্প্রতি আইবিএম-এর গবেষকরা ত্রুটিটি খুঁজে পান। সাথে সাথেই তারা মাইক্রোসফটকে বিষয়টি অভহিত করে এবং পরামর্শ দেয় তারা যাতে দ্রুত এটি সারিয়ে নেয়।

 

flaw-of-19-years-in-windows

তো কী ছিলো এই ত্রুটি যা ১৯ বছরেও মাইক্রোসফটের নজরে পড়েনি? বিবিসির এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদ মাধ্যমে ত্রুটিকে ‘উইনশক’ নামে প্রচার করা হয়েছে।

 

জানানো হয়েছে, এই ত্রুটির কারণে ব্যবহারকারীর কম্পিউটার দূর থেকে নিয়ন্ত্রণ করার পথ পাওয়া যেতো।

আইবিএম-এর গবেষকরা খুঁজে পেয়েছেন যে, উইনশকের কারণে ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করার কোনো একটা পর্যায়ে কম্পিউটারে আক্রমণকারী ঢুকে যেতে পারতো।

এমনকি ব্যবহারকারীর কম্পিউটার দূর থেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও পেতো।

উইন্ডোজ ৯৫ থেকে মাইক্রোসফটের পরবর্তী সবগুলো উইন্ডোজ আপডেটেই এই ত্রুটিটি আছে বলে আইবিএম-এর গবেষকদের বরাতে জানা গেছে।

আইবিএম-এর অভিযোগ পাওয়ার পর উইন্ডোজের বর্তমান অনুমোদিত সংস্করণগুলো এবং ভবিষ্যত সংস্করণগুলো ঠিক করার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট।