মঙ্গলবার, ২১ জুন ২০১৬ ০৭:০৬ ঘণ্টা

কোন ব্রাউজার ভালো?

Share Button

কোন ব্রাউজার ভালো?

অনেকেই প্রশ্ন করেন, কোন ব্রাউজার বেশি ভালো? মাইক্রোসফটের দাবি, যত ব্রাউজার আছে তার মধ্যে ব্যাটারির চার্জ কম ফুরোনোর দিক থেকে এজ ব্রাউজার সেরা। সম্প্রতি এজের সঙ্গে গুগলের ক্রোম, মজিলার ফায়ারফক্স ও অপেরা ব্রাউজার নিয়ে একটি পরীক্ষা চালায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সারফেস বুকে ফেসবুক, ইউটিউব, উইকিপিডিয়া ও আমাজনের মতো সাইটগুলো বিভিন্ন ব্রাউজার দিয়ে চালিয়ে এ পরীক্ষা করা হয়।
এতে দেখা গেছে, এজ ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে ৭ ঘণ্টা ২২ মিনিট। সবচেয়ে খারাপ পারফরম্যান্স ক্রোম ব্রাউজারের। এই ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে মাত্র ৪ ঘণ্টা ১৯ মিনিট। ফায়ারফক্স ব্যবহারে চার্জ থাকে ৫ ঘণ্টা ৯ মিনিট আর অপেরার ব্যাটারি সেভিং মোড ব্যবহারে চার্জ থাকে ৬ ঘণ্টা ১৮ মিনিট।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে তারা এজ ব্রাউজারের পারফরম্যান্স বাড়াতে বিশেষ কিছু পরিবর্তন এনেছে। তথ্যসূত্র: আরসটেকনিকা।