বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো এবারাই যৌথ প্রযোজনার জুঁটি বেধে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ। চলচ্চিত্রটির নাম ‘বাদশা’। আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ-কলকাতায় চলচ্চিত্রটি মুক্তি পাবে। মুক্তির আগেই ১৭ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রটির ‘প্রিয়া তোরে বিনা’ নামরে একটি গান প্রকাশ করা হয় ইউটিউবে।
এটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনায় থাকছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। আর চলচ্চিত্রটি পরিচালনা করছেন বাবা যাদব।
প্রিয়া তোরে বিনা গানটি দেখতে এখানে ক্লিক করুন