Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

শনিবার, ১৮ জুন ২০১৬ ০৭:০৬ ঘণ্টা

এবার শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে আসছে কঠোর নিষেধাজ্ঞা!

Share Button

এবার শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে আসছে কঠোর নিষেধাজ্ঞা!

বর্তমানে দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হল মোবাইল ফোন। সহজলভ্য এই বস্তুটির উপকারিতা অনেক হলেও অপকারিতা নেহাতই কম নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষাথীদের উপর এর প্রভাব আজ পৌঁছেছে চরমে।
কম পয়সার অফার পেয়ে ‘পছন্দের’ কারও সঙ্গে রাতভর কথা বলায় ব্যস্ত থাকছে এসব শিক্ষার্থী। সেই সাথে যোগ হয়েছে ফেইসবুক ইন্সটাগ্রামের মত বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে রাতভর জেগে থাকার প্রতিযোগিতা। আসক্তিকর এইসব যোগাযোগ মাধ্যম প্রতিদিন নষ্ট করছে শিক্ষার্থীদের মূল্যবান সময়। এতে তার বিরূপ প্রভাব পড়ছে একাডেমিক ফলাফলে ।এসব কারনেই স্কুলের ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহারের ব্যাপারে নড়েচড়ে বসছে শিক্ষামন্ত্রণালয়। মোবাইল ব্যবহারে তাই এবার কঠোর নির্দেশনা আসছে মন্ত্রণালয়টির পক্ষ থেকে।

সম্প্রতি এ ব্যাপারে মতামত নিতে একটি আদেশও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাতভর বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে ছাত্র-ছাত্রীরা বিপথে যেতে বসেছে। ইন্টারনেটে মাধ্যমে আজে-বাজে ছবিও দেখছে তারা। বিষয়গুলো সরকারের নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।