Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬ ০৯:০৬ ঘণ্টা

এ যেন শিব ঠাকুরের আপন দেশ!

Share Button

এ যেন শিব ঠাকুরের আপন দেশ!

এ যেন শিব ঠাকুরের আপন দেশ! এখানে মোবাইল হাতে কোনও কিশোরী বা অবিবাহিতা মহিলাকে দেখলেই পেয়াদা ধরবে। এবং একুশশো টাকা দণ্ড দিতে হবে। আর যিনি এই খবরটি পেয়াদাকে দেবেন, তাঁর জন্যও থাকবে বকশিসের ব্যবস্থা। ২০০ টাকায় নগদ বিদায়। ভারতের গুজরাটের মেহসানা-র সূর্য নামের এক গ্রামে সম্প্রতি এমনই নিয়ম পাশ হয়েছে। সৌজন্যে গ্রামসভা।