Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ ১০:০৬ ঘণ্টা

নতুন যা আনল অ্যাপল

Share Button

নতুন যা আনল অ্যাপল

২৭তম বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে চারটি প্রধান অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

গত সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ‘ডব্লিউডব্লিউডিসি ২০১৬’ নামের ডেভেলপার সম্মেলনে আইওএস ১০, ম্যাক ওএস সিয়েরা, ওয়াচ ওএস ৩, সিরির হালনাগাদ সংস্করণসহ কয়েকটি সফটওয়্যারের হালনাগাদ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের কর্মকর্তারা।

‘সবচেয়ে বড় আইওএস উন্মুক্ত করার ঘটনা’ হিসেবে উল্লেখ করে আইওএসের ক্ষেত্রে ১০টি বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ছবি: এএফপি।

অ্যাপলের পক্ষ থেকে কিনোট উপস্থাপনায় বলা হয়, তাদের ম্যাকবুকের জন্য তৈরি ওএস এক্স সফটওয়্যারটিকে নতুন করে ব্র্যান্ডিং করা হচ্ছে। ওএস এক্স হবে ম্যাক ওএস। পরবর্তী সংস্করণটিকে বলা হবে ম্যাক ওএস সিয়েরা। আগামী জুলাই মাসে এর বিটা সংস্করণ উন্মুক্ত হবে। এতে নতুন ফিচার হিসেবে এসেছে অ্যাপল ওয়াচ দিয়ে ম্যাকবুক আনলক করার সুবিধা। এ ছাড়া এতে সব ডিভাইসে কাজ করার জন্য উইনিভার্সাল ক্লিপবোর্ড সুবিধা ও সিরি সফটওয়্যার সমর্থন সুবিধা যুক্ত হচ্ছে।

অ্যাপলের সবচেয়ে বড় আয়োজন বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন সফটওয়্যার সম্পর্কে জানার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।

অ্যাপল তাদের মোবাইল ও ট্যাবের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন করার ঘোষণা দিয়েছে। আইওএস ১০ নামের নতুন সংস্করণটি ডেভেলপার প্রিভিউ নামে উন্মুক্ত করা হলেও জুলাই মাসে বিটা সংস্করণটি ছাড়বে অ্যাপল।

অ্যাপলের সবচেয়ে বড় আয়োজন বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন সফটওয়্যার সম্পর্কে জানার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।

‘সবচেয়ে বড় আইওএস উন্মুক্ত করার ঘটনা’ হিসেবে উল্লেখ করে আইওএসের ক্ষেত্রে ১০টি বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। এ ১০টি পরিবর্তনের মধ্যে রয়েছে লক স্ক্রিনের নতুন নকশা, যাতে নোটিফিকেশন সিস্টেম আরও উন্নত হবে। এ ছাড়া রয়েছে অ্যাপ দিয়ে দ্রুত যোগাযোগ, উন্নত থ্রিডি টাচ, সিরি এপিআই বা সিরি ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ, উন্নত ভার্চ্যুয়াল কি-বোর্ড, উন্নত ফটো অ্যাপ, উন্নত অ্যাপল ম্যাপ, মিউজিক অ্যাপ, নিউজ অ্যাপ, হোমকিট, ভয়েস মেইল ট্রান্সক্রিপ্ট অ্যাপ, উন্নত মেসেজিং অ্যাপ প্রভৃতি।

‘সবচেয়ে বড় আইওএস উন্মুক্ত করার ঘটনা’ হিসেবে উল্লেখ করে আইওএসের ক্ষেত্রে ১০টি বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ছবি: এএফপি।

ডেভেলপার সম্মেলনে ওয়াচওএসের উন্নত সংস্করণ ঘোষণা দিয়েছে অ্যাপল। ওয়াচওএস ৩ সংস্করণে দ্রুত অ্যাপ খোলার ফিচারসহ, কন্ট্রোল সেন্টার, দ্রুত বার্তার উত্তর দেওয়ার সুবিধাসহ এতে যুক্ত হয়েছে রিমাইন্ডারস ও ফাইন্ড মাই ফ্রেন্ডস সুবিধা। এতে এসেছে এসওএস বা জরুরি নম্বরে কল করার সুবিধাটিও।
টিভিওএসেরও উন্নত সংস্করণ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।