বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ভিসার আবেদন ক্রমাগত বাড়ছে। তাই ভিসা প্রক্রিয়া কীভাবে সহজতর করা যায়, সেটি গুরুত্ব দিয়েই ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার ঈদ ভিসা ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতীয় হাইকমিশন আয়োজিত ঈদ ভিসা ক্যাম্প থেকে প্রায় ৬০ হাজার বাংলাদেশি নাগরিক পর্যটক ক্যাটাগরি- তে এক বছর মেয়াদি মাল্টিপল ভিসা পাচ্ছেন। গত ৪ জুন বারিধারার ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১৬ জুন শেষ হবে। ঢাকার বাইরে বিভিন্ন স্থানেও পর্যায়ক্রমে এ ধরনের আরও ক্যাম্পের আয়োজন করা হবে।
ভারতের হাইকমিশনার বলেন, ‘এই ভিসা ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা সরাসরি ভারতীয় হাইকমিশ-নে এসে কোনো ই-টোকেন ছাড়াই আবেদন জমা দিয়ে এক বছর মেয়াদের মাল্টিপল ভিসা পাচ্ছেন। এটাই এ আয়োজনের বিশেষত্ব। ক্যাম্পের প্রথম দিনেই ছয় হাজার মানুষ ভিসা পেয়েছেন। আজও (সোমবার) প্রায় ১০ হাজার মানুষ ভিসা পেয়েছেন।’
১২ দিনের ক্যাম্পে প্রায় ৬০ হাজার মানুষ
ভিসা পাবে বলেও জানান তিনি।বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ভিসা প্রক্রিয়া আরও সহজ করার জন্য কয়েক ধরনের পদক্ষেপ বিবেচনাধীন; কিন্তু সেগুলো চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।’
তিনি আরও জানান, ‘ভিসা ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য হচ্ছে ভিসাপ্রার্থীরা সরাসরি হাইকমিশনে এসে ভিসা নেবেন। এক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা কোনো এজেন্সির কোনো