Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

বৃহস্পতিবার, ০৯ জুন ২০১৬ ০৫:০৬ ঘণ্টা

‘তিন বছরের মধ্যেই শেষ হবে আইফোনের আয়ু’

Share Button

‘তিন বছরের মধ্যেই শেষ হবে আইফোনের আয়ু’

তিন বছরের মধ্যেই আয়ু শেষ হবে আইফোনের। এমনটাই জানাল মার্কিন ইলেকট্রনিক দ্রব্য নির্মাণকারী সংস্থা অ্যাপেল। তারা আরও জানিয়েছে, একই সময়ের মধ্যে মেয়াদ শেষ হবে অ্যাপেল ওয়াচেরও। চারবছরের মধ্যে আয়ু শেষ হবে অ্যাপেল টিভির। সম্প্রতি ওই সংস্থাকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন ব্যবহার যোগ্য থাকে অ্যাপেল ডিভাইস? উত্তরে সংস্থা জানায়, আইফোন ব্যবহারের সময়সীমা ৩ বছর। একই সময় পর্যন্ত ব্যবহার করা যাবে অ্যাপেল ওয়াচ। টিভির মেয়াদ এর থেকে একবছর বেশি। ৪ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে তা। প্রথম কেনার পর এই সময়সীমার পর থেকেই প্রডাক্টের ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হতে শুরু হবে। এরপরও ওই জিনিসটি ব্যবহার করতে হলে সেটির হার্ডওয়্যারের অপারেটিং সিস্টেমটি পরিবর্তন করতে হবে।

 

সূত্র: এবিপি আনন্দ