Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

মঙ্গলবার, ০৭ জুন ২০১৬ ০৫:০৬ ঘণ্টা

আড়ং-এ আকর্ষণীয় পদে চাকরির সুযোগ

Share Button

আড়ং-এ আকর্ষণীয় পদে চাকরির সুযোগ

জনপ্রিয় ব্র্যান্ড আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটলেট সুপারভাইজার পদে ছয়জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

আউটলেট সুপারভাইজার 
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের খুচরা দোকানে (রিটেইল শপ) সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে রাজধানী ঢাকায়।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত ও আগ্রহপত্র (লেটার অব ইন্টারেস্ট) পাঠাতে পারবেন career.aarong@brac.net ইমেইল ঠিকানায়। ইমেইলের বিষয় স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে ‘মানবসম্পদ বিভাগ, আড়ং, আড়ং সেন্টার, ৩৪৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায়। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের ওপর ‘আউটলেট সুপারভাইজার পদে আবেদন’ উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ১১ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম