Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

শনিবার, ০৪ জুন ২০১৬ ০৩:০৬ ঘণ্টা

স্যামসাংয়ের নতুন ফোন জে সিরিজের

Share Button

স্যামসাংয়ের নতুন ফোন জে সিরিজের

জে সিরিজে ‘গ্যালাক্সি জে ৩’ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং দাবি করেছে, এ ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে আলট্রা ডেটা সেভিং মোড (ইউডিএস) যা ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোনটিতে দেড় জিবি র‍্যাম, ১ দশমিক ৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৫ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোনটির ব্যাটারি দুই হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার।
স্মার্টফোনটির ক্যামেরায় সুবিধা হিসেবে রয়েছে ‘কুইক লঞ্চ ফিচার’ এবং এর ক্যামেরার অ্যাপারচার এফ ২.২, যা কম আলোতে উজ্জল ছবি তুলতে পারে। স্যামসাং গ্যালাক্সি জে ৩ হ্যান্ডসেটটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।