Warning: Trying to access array offset on value of type bool in /home/hosting/public_html/demo/news1/wp-content/plugins/hupso-share-buttons-for-twitter-facebook-google/share-buttons-hupso.php on line 252

শুক্রবার, ০৩ জুন ২০১৬ ০৯:০৬ ঘণ্টা

যে ব্র্যান্ডের ফোন এখন চাহিদার শীর্ষে

Share Button

যে ব্র্যান্ডের ফোন এখন চাহিদার শীর্ষে

এ বছরের প্রথম তিন মাসের হিসাব অনুযায়ী, বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন ব্র্যান্ডের নাম অপো। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক প্রকাশিত বিক্রয় প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অপোর স্মার্টফোন বিক্রির হার বেড়েছে সবচেয়ে বেশি। এ বছরের প্রথম প্রান্তিকে অপোর ফোন বিক্রির হার বেড়েছে প্রায় ১৪৫ শতাংশ। প্রথম প্রান্তিকে অপো ১ কোটি ৬১ লাখ ১২ হাজার ৬০০ স্মার্টফোন বিক্রি করেছে। বর্তমানে স্মার্টফোন বাজারের ৪ দশমিক ৬ শতাংশ দখল করেছে অপো।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে ৩৪ কোটি ৯০ লাখ ইউনিট হ্যান্ডসেট বিক্রি হয়েছে, যা ২০১৫ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ৩ দশমিক ৯ শতাংশ বেশি। গত বৃহস্পতিবার গার্টনারের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম প্রান্তিকে যত হ্যান্ডসেট বিক্রি হয়েছে, তার ৭৮ শতাংশ স্মার্টফোন।

ফোরজির সুবিধা বাড়ায় স্মার্টফোনের বিক্রি বেড়েছে আর উন্নয়নশীল দেশগুলোর বাজারে সাশ্রয়ী স্মার্টফোনের বিক্রি বেড়েছে।

বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোনের বাজার চীনে স্যামসাং ও লেনোভোকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে হুয়াওয়ে ও শিয়াওমি। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে হুয়াওয়ে ফোনের চাহিদা বেড়েছে। বর্তমানে স্মার্টফোনের বাজারে তিন নম্বরে আছে হুয়াওয়ে। বাজারে ২৩ শতাংশ দখল নিয়ে শীর্ষে আছে স্যামসাং। অ্যাপল ও লেনোভোর স্মার্টফোন বিক্রির হার কমতে দেখা গেছে।

এদিকে অপারেটিং সিস্টেমের হিসাবে বাজারের ৮৪ শতাংশ দখল নিয়ে শীর্ষে রয়েছে অ্যান্ড্রয়েড। আইওএসের দখলে বাজারের ১৫ শতাংশ। তবে এ ক্ষেত্রে সবচেয়ে অবনতি হয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমের। গত বছরের প্রথম প্রান্তিকে মাইক্রোসফটের দখলে ছিল বাজারের ২ দশমিক ৭ শতাংশ, যা এখন দাঁড়িয়েছে দশমিক ৭ শতাংশে। ব্ল্যাকবেরিসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের দখলে মাত্র দশমিক ২ শতাংশ।