ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই

আশরাফুল ইসলাম

আশরাফুল ইসলাম

মার্চ ১০ ২০১৯, ১২:৫৯

ইথিওপিয়ান এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজটির কোনো যাত্রী আর বেঁচে নেই। ইথিওপিয়ান এয়ারলাইনসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আজ রোববার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।

উড়োজাহাজটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল। দুর্ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এয়ারলাইনসের এক মুখপাত্র বলেন, আদ্দিস আবাবা থেকে ওড়ার ছয় মিনিটের মধ্যে স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।এ দুর্ঘটনার পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যেসব পরিবার তাদের প্রিয় মানুষদের হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এয়ারলাইনস সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিশোফতো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। সেখানে এয়ারলাইনসের কর্মীদের পাঠানো হবে। জরুরি সেবাদানকারীদের যতটা সম্ভব সহায়তা করবেন।

এই এয়ারলাইনসটি আফ্রিকার অনেক দেশে ফ্লাইট পরিচালনা করে। নিরাপদে চলাচলের জন্য তাদের বেশ সুনাম রয়েছে। যদিও ২০১০ সালে বৈরুত ছেড়ে আসার সময় এই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৯০ জন মারা গিয়েছিলেন।

 

ক্যালেন্ডার

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031