৮০ কোটি যন্ত্রে চলছে উইন্ডোজ ১০

আশরাফুল ইসলাম

আশরাফুল ইসলাম

মার্চ ১০ ২০১৯, ১৩:০৫

১০০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ সক্রিয় রাখার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে বিভিন্ন ধরনের ডিভাইস মিলিয়ে বিশ্বজুড়ে এখন ৮০ কোটি যন্ত্রে চলছে উইন্ডোজ ১০। মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।

মাইক্রোসফটের মডার্ন লাইফ অ্যান্ড ডিভাইসেস গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদী এক টুইটে বলেছেন, ‘উইন্ডোজের ইতিহাসে সর্বোচ্চ গ্রাহক–সন্তুষ্টিতে ৮০ কোটির মাইলফলক অর্জিত হওয়ায় ব্যবহারকারী ও সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি।’

২০১৫ সালের জুলাই মাসে উইন্ডোজ ১০ উন্মুক্ত করার পর থেকে তিন বছর আট মাস সময়ে ৮০ কোটির মাইলফলকে এসে পৌঁছেছে বলে বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার তিন বছরের মধ্যে ১০০ কোটি যন্ত্রে সক্রিয় করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা পূর্ণ করতে পারেনি মাইক্রোসফট। গত বছরের সেপ্টেম্বর মাসে ৭০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে যাওয়ার কথা বলেছিল মাইক্রোসফট। গত ছয় মাসে আরও ১০ কোটি উইন্ডোজ ১০ ব্যবহারকারী বেড়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

চলতি বছরের শেষ দিকে অবশ্য স্মার্টফোনে উইন্ডোজ ১০ আপডেট দেওয়া বন্ধ করতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। গত বছরে জনপ্রিয়তায় উইন্ডোজ ৭–কে ছাড়িয়েছে উইন্ডোজ ১০। বর্তমানে ৪০ শতাংশের বেশি ডিভাইসে চলছে উইন্ডোজ ১০। সাড়ে ৩৮ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উইন্ডোজ ৭।

ক্যালেন্ডার

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031